বাঁশখালীতে হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) একতা সংগঠনের শীত বস্ত্র বিতরণ
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
মানবতা বোধ, জাগ্রত হোক,বিবেকের তাড়নায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে পালেগ্রাম হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) একতা সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ ,অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার কালীপুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড নাছির মোহাম্মদ পাড়ায় প্রতিবছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ করা হয় ।
পালেগ্রাম হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) একতা সংগঠনের সভাপতি
মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফা খাতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল,অর্থ সম্পাদক মোহাম্মদ হানিফ, ছৈয়দুল আলম,মতিউর রহমান,জাফর আলম,পালেগ্রাম হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) একতা সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পালেগ্রাম হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) একতা সংগঠনের অর্থ সম্পাদক শাহাদাৎ হোছেন,সদস্যমিসবাউল আলম,সাইদুল রিয়াদ,মোহাম্মদ মিনহাজ, মিশকাত,মোহাম্মদ তারেক শাহাদাৎ উল্লাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পালেগ্রাম হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) একতা সংগঠনের সভাপতিমিনহাজ উদ্দীন বলেন মানুষ বেঁচে থাকুক,মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” কাজ করার লক্ষ্যে শীত বস্তু বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সমাজ সেবা মুলক সংগঠন,
এই সংগঠনের মাধ্যমে আমরা এক একজন সদস্যকে মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে চাই।