নড়াইল ২ আসনে হেভিওয়েট ২ প্রার্থীর করমর্দন, এলাকায় আলোচনার ঝড়
খন্দকার সাইফুল। নিজস্ব প্রতিবেদক। নড়াইল:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে হেবিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিঠু, ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এই দুই প্রার্থী।
জনসংযোগ করাকালীন সময়ে লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় একজায়গায় হলে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আমীর লিঠুকে বুকে টেনে নেন। একে অপরকে হাস্যউজ্জল মুখে দুজন দুজনকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এসময় উপস্হিত সমর্থকেরা মাশরাফির পক্ষে মুহূর মুর্হর নৌকা নৌকা বলে শ্লোগান দেয়, অপরদিকে লিঠুর পক্ষে ট্রাক ট্রাক বলে শ্লোগান দিতে থাকে দুই প্রার্থীর সমর্থকেরা। শ্লোগানে পুরো এলাকায় মুখরিত হয়ে উঠে। আলিঙ্গন শেষে মাশরাফি তার জনসংযোগ জন্য ওই এলাকা ত্যাগ করেন।
এঘটনায় এলাকায় আলোচনা ও সমলোচনার ঝড় উঠেছে। তবে একে অপরের আলিঙ্গনে সুশীল সমাজের মন্তব্য দুই প্রার্থীই উদারতার পরিচয় দিয়েছেন। তবে নির্বাচন এখন উৎসব মুখর ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়বে।