মনসা পূজায় বিক্রি হয় পাঁঠা ভোটে বিক্রি হয় বেঈমান, মোস্তাফিজ
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকার নির্বাচনী পথসভায় মানুষের ব্যাপক সাড়ায় জনসভায় রূপায়িত হয়েছে।
১ জানুয়ারি (সোমবার) বিকেলে উপজেলার বাজার এলাকায় চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরকার মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোরশেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলমসহ বিভিন্ন নেতা-কর্মী ও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে মোস্তাফিজ বলেন, নৌকা স্বাধীনতার প্রতীকী, নৌকা বঙ্গবন্ধুর নৌকা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা, প্রধানমন্ত্রী আবারও সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবে, সুতরাং বাঁশখালীর মানুষ যেনো আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও নৌকাকে বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁশখালী আসনটি উপহার দেয়ার আহ্বান জানান।
এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আরও বলেন,কোরবানীর সময় কোরবানির পশু বিক্রি হয়,মনসা পূজার সময় বিক্রি পাঁঠা,আর নির্বাচন আসলে বেঈমান বিক্রি হয়। তাই সবাইকে বেঈমান থেকে সাবধানে থাকতে বলেন।








