বাঘায় বছরের ১ম দিনে নতুন বই, আনন্দে ভাসলো পনের হাজার ছয়শত শিক্ষার্থী
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ০১ জানুয়ারি, ২০২৪ ইং (সোমবার)
বছরের প্রথম দিন,রাজশাহীর বাঘায় প্রাথমিক, মাধ্যমিক,দাখিল,কারিগরি ও কিন্ডার গার্ডেন (কেজি স্কুল)সহ ১৭৯টি প্রতিষ্টানের পনেরো হাজার ৬শত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারী) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সকাল ১০টায় আড়ানী সরকারী মনোমোহীনি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী ও প্রধান শিক্ষক সঞ্জয় কুমার ও সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েল সহ অন্যান্য শিক্ষকগন ।
সকাল সাড়ে ১০ টায় বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল জলিল,ইন্সট্রক্টর ইকবাল মাহমুদ, প্রধান শিক্ষকা নজারুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিদ্যালয়ের সাড়ে ৩০০শত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
সকাল ১০ টায় বাঘা বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন,প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ শিক্ষকরা। সময় সুচি অনুযায়ী বাঘা মডেল উচ্চ বিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকতার মাধ্যমে বই বিরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১টি শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ১৬ হাজার ১০০শত শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রাথমিক স্তরের সমিতিভ’ক্ত ২২টি কিন্ডার গার্ডেনসহ ২৮টি বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত সকল বিষয়ে বই দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ ৫০ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ৪ হাজার ২০০শ’ শিক্ষার্থীকে পুরো বিষয়ে, অষ্টম শ্রেণীর ৪ বিষয়ে,নবম শ্রেণীর ৬ বিষয়ে। মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম ও ৬ষ্ট থেকে অষ্টম শ্রেণীর সব বিষয়ে এবং অষ্টম শ্রেণীর ৯বিষয়ে ও দশম শ্রেণীর ৮বিষয়ে বই দেওয়া হয়েছে। কারিগরি জেনারেল শাখায় ৮বিষয়ে ও ট্রেড শাখায় ৮ বিষয়ে বই দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান জানান,পরবর্তী সময়ে প্রাপ্তি সাপেক্ষে বাঁকি বই বিতরণ করা হবে।