অসহায় মানুষের একমাত্র ভরসা খালেকুজ্জামান
মোহাম্মদ এরশাদ,বিশেষ প্রতিনিধি:
কারো কাছে তিনি খালেকুজ্জামান আবার কারো কাছে শুধুই খালেক ভাই।তবে যে নামেই তাকে ডাকা হোক না কেন, তিনি তাতেই সারা দিচ্ছেন।
সদা হাস্যোজ্জল সাদামনের এ মানুষটি বাঁশখালী উপজেলার সবার পরিচিত একটি মুখ।জনপ্রতিনিধি না হয়ে কিংবা দলীয় পদপদবী না থাকা সত্বেও শুধু নিজের ইচ্ছে শক্তিতে দীর্ঘ দিন ধরে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এলাকাবাসীর নানান সমস্যার কথাশুনে পরে সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে ওইসব সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ফলশ্রুতিতে এলাকাবাসীর কাছে মুজিব প্রেমিক সাবেক ছাত্রলীগ নেতা খালেকুজ্জামান আজ একমাত্র আশার আলো হয়ে দাঁড়িয়েছেন।বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এলাকার মরহুম নুরুজ্জামান কেরানির বাড়ি আওয়ামী লীগ পরিবারের মরহুম নুরুজ্জামানের দ্বিতীয় সন্তান মোঃ খালেকুজ্জামান।
বিগত মহামারী করোনার দুই বছরে নিজ ইউনিয়নের সুবিধাবঞ্চিত, অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুদান দিয়েছেন। স্কুল জীবনে ৫ম শ্রেণি থেকে ৬ষ্ট শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় স্বৈরাচার এরশাদ বিরুদ্ধী আন্দোলনের মিছিলে গফুর,নুর হোসেন ও মিযার বাড়ির মরহুম রোটাস এর ভাইদের পিছনে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং অংশগ্রহণ করেন।
পরর্বতীতে মরহুম সুলতান উল কবির চৌধুরী একজন কর্মী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে খালেকুজ্জামান ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। সেই থেকে অগণিত কর্মী সমর্থক নিয়ে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দলীয় কর্মসূচীতে রয়েছে তার সক্রিয় অংশগ্রহন।২০০৮ সালে বিয়ে করেন।
তার ঘর জুড়ে আসে ১ ছেলে ও ১ এক মেয়ে।সেই স্ত্রী সন্তান নিয়ে ব্যবসার সুবাধে শহরের পরিবেশে আয়েশি জীবনযাপন করার সুযোগ হলেও মরহুমর বাবার আদর্শের পাটি বাংলাদেশ আওয়ামী লীগ নিজ এলাকায় জীবিত রাখতে,পাশাপাশি গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে খালেকুজ্জামান থেকে যান গ্রামে।
খালেকুজ্জামান জনপ্রতিনিধি না হয়েও কিংবা দলের পদণ্ডপদবী বিহীন নিঃস্বার্থ সমাজ সেবায় বিভিন্নক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি মানুষকে সহজেই আপন করে নিতে পারেন।যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে।সেই সুবাদে বাঁশখালীর আগণিত ভক্ত অনুসারীদের অনুরোধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খালেকুজ্জামান বেঞ্চ প্রতিকে ভোট যুদ্ধে মাঠে নেমেছে।
খালেকুজ্জামান বলেন, মানুষের জন্য কাজ করতে হলে কোন পদণ্ডপদবীর দরকার হয়না। শুধু নিজের ইচ্ছে শক্তি আর ভাল একটা মন থাকতে হয়। তিনি আরও বলেন, আমি সর্বদা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করছি। তার দেখানো পথেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্ঠা করছি। গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের কেউ যেন বলতে না পারেন,
আওয়ামী লীগ সরকারের আমলে না খেয়ে আছি,সেই লক্ষ্যে কাজ করছি।বর্তমান দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে,আমি বাঁশখালীর সাধারণ জনগণের অনুরোধ ও ভালোবাসা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেছি,আশাকরি আগামী ৭ তারিখে বেঞ্চ প্রতিকে ভোট দিয়ে আপনাদের সেবা করা সুযোগ দিবেন।