জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা ভাংচুর, ৩টি মোটর সাইকেলে আগুন,প্রতিবাদে সড়ক অবরোধ
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি।
জামালপুর সদরের মহেশপুর কালিবাড়িতে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের প্রচার কেন্দ্রে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে।
বুধবার রাত ৮টার দিক এ ঘটনা ঘটে। একই সময় সদরের গোলাপআলী ও খড়খড়িয়া কেন্দ্রেও হামলা ভাংচুর করা হয়েছে। এ ঘটনার বিচার দাবিতে ঈগলের সমর্থকরা জামালপুর-ময়মনসিংহ সড়কের মহেশপুর কালিবাড়িতে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈগল সমর্থকদের উপর লাঠিচার্জ করে। লাঠিচার্জে ৫ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত চ্যানেল আই এর ক্যামেরা পারসন বেলাল হোসেন শান্তকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর অভিযোগ, নৌকার সমর্থকরা ঈগলের কেন্দ্রে সশস্ত্র
হামলা চালায়। হামলায় ঈগলের ১০/১২ জন কর্মী আহত হয়েছে। এ সময় ৩টি মোরসাইকেলে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। নৌকার নিশ্চিত পরাজয় জেনে তারা হামলা করে বলেও অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী রেজনু।
অপরদিকে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী র লোকজন ছাত্র লীগের ৩ নেতার মোটর সাইকেল পুড়ে দিয়েছে এবং কয়েকজনকে মারধোর করেছে।