নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে গননা। কোন প্রকার অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের আগমন বাড়তে থাকে। এবার বুথের সংখ্যা বেশী থাকায় ভোটাররা কোন জামেলা ছাড়াই সহজেই ভোট দিতে পেরে খুশি। লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি।
ভোটাররা জানিয়েছে, তারা তাদের পছন্দসই ভোটারকে ভোট দিতে পেরে খুশি। এবার অনেক নতুন ভোটাররা ভোট দিয়েছে। তারা প্রথমবার ভোট দিতে পেরে আনন্দিত।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মোট ১১০ টি ভোট কেন্দ্রের ৬৮৯ টি কক্ষে দুই লাখ ৯০ হাজার ৬৮৮ জন ভোটার রয়েছে।
এ আসনে নৌকা,সতন্রসহ মোট ছয়জন প্রার্থী ভোটের মাঠে প্রতিবন্ধীতা করেছেন।