ফরিদপুরের ভাঙ্গায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে
ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের ভাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু,শান্তিপূর্ণ,নিরপেক্ষ ভাবে ভোট চলছে। সকাল থেকে ভোটার উপস্থিতি সন্তোষজনক।
সবাই স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ তার নির্বাচনী কেন্দ্র কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৮ দশ মিনিটে ভোট প্রদান করেন এবং ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টায় ভোট প্রদান করেন।