জামালপুরে মর্টার শেলের সন্ধান, জায়গাটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের পরিত্যক্ত স্থানে মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে, জায়গাটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার বিকালে সদরের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোজগড় এলাকায় নবরত্ন স্কুলের পাশে কামরুজ্জামান বাবুলের ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর মর্টারশেলটি দেখতে পায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে যায়গাটি ঘিরে রাখে।
রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস , সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন,ওসি ডিবি কাজী শাহনেওয়াজ, সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর সহ র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, মর্টার শেল ডিস্পোজাল এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে। সকালে বোম ডিস্পোজাল টিম এসে এটা ডিস্পোজাল করবে।
বোম ডিস্পোজাল টিম আসার আগ পর্যন্ত সাদারণ মানুষ যেন সেখানে যেতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রেখেছে।