জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি
“এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সায়েদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ,সড়ক ও সেতু মন্ত্রণালয়,ঢাকা এর নির্বাহী পরিচালক( অতিরিক্ত সচিব) জনাব সাবিহা পারভীন।
শনিবার বিকল ৪টায় চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে আয়েশা উসমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সারিয়াকান্দি ও সরেজমিন গবেষণা বিভাগ,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,চেলোপাড়া,বগুড়ার আয়েজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত
পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, ঢাকা এর মহাপরিচালক মোঃ বেনজীর আলম,বাংলাদেশ কৃষি গবেষণা
ইনস্টিটিউট,জয়দেবপুর গাজীপুর এর মহাপরিচালক ড.দেবাশীষ সরকার,ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র বিএআরআই ঈশ^রদী পাবনার পরিচালক ড. মোঃ মহি উদ্দিন, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুর নবী হিরো প্রমুখ।