ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক:
পরকীয়ার জেরে সৃষ্ট সংঘর্ষে যশোরের ঝিকরগাছায় বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু নামে এক বন্ধুর ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে ঝিকরগাছার কাটাখাল আফিল রোর্ডের ডিম ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে। ঘাতক বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু কাটাখাল আফিল রোড এলাকার মৃত কাসেম মোড়লের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুন (২০) এর সাথে তর বন্ধু তৌফিক হোসেনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। বন্ধুর্তের সম্পর্কে প্রায়ই তৌফিক হোসেন কেসমত বাবুর বাড়িতে আসত।
তৌফিক আফিলের ডিম ফ্যাক্টিরতে কাজ করত। ঘটনারদিন সকাল অনুমান ০৮.০০ সময় তৌফিক হোসেন কেসমত বাবুর বাড়িতে আসলে পরকীয়া বিষয়ে তৌফিক হোসেন কেসমত বাবু ও তার স্ত্রী রিয়া খাতুন এর মধ্যে কথা কাটাকাটি হতে থাকে।
এক পর্যায়ে কেসমত বাবু ওরফে ক্যাসেট চাকু দিয়ে তৌফিক হোসেন এর পেটে মারলে তৌফিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন কেসমত বাবু ওরফে ক্যাসেটের স্ত্রী রিয়া খাতুন ও বোন আসমা খাতুন তৌফিক হোসেন কে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তৌফিক হোসেন কে যশোর সদর হাসপাতালে রেফাড করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ০৯ টার সময় যশোর সদর হাসপাতালে সে মারা যায়। এ ঘটনার পর থেকেই ঘাতক বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু পলাতক রয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও হত্যাকারী কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবুকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আসামী বাবু পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।