বাঁশখালীতে বসতবাড়িতে হাতির তান্ডব
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে বসতঘরে হাতির তাণ্ডব চালিয়েছে।অদ্য ৩০ জানুয়ারি মঙ্গলবার ভোরে উপজেলা সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন পাড়া আহমদ ছফা ও উত্তর পাড়া প্রকাশ রঞ্জন চৌধুরী প্রবীর চৌধুরীর বাড়িতে ঘটনাটি ঘটে।
এ সময় হাতির দল আহমদ ছফার মাটির দেওয়াল ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ধান খেয়ে নষ্ট করে চলে যায়।এছাড়াও বাণীগ্রাম বাজারের পশ্চিম পাশে
উত্তর পাড়া প্রকাশ রঞ্জন চৌধুরী বাড়িতে ঢুকতে না ফেরে,পাশের মালামাল রাখার টিনের বেড়ার ঘরটি ভাংচুর করে, অপরদিকে প্রবীর চৌধুরীর ঘরের দরজাগুলো নষ্ট করে এবং পীযূষ চৌধুরীর বাড়িও আংশিক কয় ক্ষতি করে এই বন্যা হাতি।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আহমদ ছফা জানান সোমবার গভীর রাতে কে যেন ধাক্কা দিয়ে বাড়ির দেওয়াল ফেলে দেয়। তখন আমরা মনে করেছি ঘরের ভিতরে ডাকাত ডুকেছে। ঘুম ভেঙ্গে গেলে দেখি হাতি, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে পড়ি। এ সময় আমার ঘরে থাকা ধান ছড়িয়ে-ছিটিয়ে এবং কিছু ধান খেয়ে নষ্ট করে ফেলে। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বন বিট কর্মকর্তা মোহাম্মদ এহছানের সাথে যোগাযোগ করলে তিনি বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।