বাহারচড়া উপ-নির্বাচনে মুক্তিযোদ্ধার সন্তান জসিম চৌধুরী এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ
বাঁশখালী চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া উপ-নির্বাচনে ভোটযুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মফজল আহমদ চৌধুরীর সন্তান বাঁশখালী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী (খোকন)।
উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কে হচ্ছেন বাহারচড়া ইউনিয়নের জনগণের অভিভাবক? এই নিয়ে প্রতিক্ষায় পুরো এলাকার সর্বস্তরের জনগণ। এরই মধ্যে ওই ইউনিয়নের উপনির্বাচনে মুক্তিযোদ্ধার সন্তান জসিম উদ্দিন চৌধুরী (খোকন) এর প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
৩০ জানুয়ারী (মঙ্গলবার) উপজেলার বাহারচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে উপনির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এরই মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জসিম উদ্দিন চৌধুরী (খোকন) উপনির্বাচনে প্রার্থিতা ঘোষণা দেয়ার পর জনতার মুখে চলছে দুই হেভিওয়েট প্রার্থীর আলোচনা।
জসিম উদ্দিন চৌধুরী খোকন,উপজেলার বাহারচড়া ইউপির ২ নং ওয়ার্ড এলাকার মফজল আহমদ ও নুর জাহান বেগম এর সন্তান, ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর ওই এলাকায় জন্ম গ্রহণ করেন জসিম উদ্দিন চৌধুরী খোকন। তাঁর বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
ছাত্র জীবন থেকে থেকেই সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সংযুক্ত তিনি। বিশেষ আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
রাজনৈতিক জীবনে ১৯৮৬ সালে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক, ১৯৯১ সনে ৪ নং বাহারচড়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সনে উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক কমিটির সদস্য, ১৯৯৩ সনে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৯৬ সনে পশ্চিম বাঁশখালী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, ১৯৯৮ সনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং বর্তমানে বাঁশখালী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জসিম।
এছাড়াও বাহারচড়া জাতির জনক স্মৃতি সংসদের উপদেষ্টা, বাহারচড়া বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, পূর্ব বাহারচড়া প্রজন্ম একাডেমি পরিচালনা কমিটির উপদেষ্টা, পূর্ব বাহারচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং বাহারচড়া আইডিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন তিনি।
এরই মধ্যে বাহারচড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর বাহারচড়া সর্বস্তরের মানুষের স্বপ্ন পূরণ ও অবহেলিত বাহারচড়াকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিজ্ঞা নিয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি।
জসিম উদ্দিন চৌধুরী খোকন বলেন,ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার মানুষের জন্যে কাজ করেছি। এদেশের মানুষকে স্বাধীন সার্বভৌমত্বের দেশ উপহার দেয়ার জন্যে জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মফজল আহমদ চৌধুরী। বাহারচড়ার জনগণ আমাকে নির্বাচিত করলে আমার জীবন বাজি রেখে এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করবো এবং অবহেলিত বাহারচড়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।