বাঁশখালীতে আহমদিয়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে বাঁশখালীতে আহমদিয়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণে কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ।গত ২ ফেব্রুয়ারী জুমার নামাজের পর উপজেলার কালীপুর ইউপির ৬নং ওয়ার্ড এলাকার পূর্ব কোকদন্ডী গুলিস্তান পাড়াস্থ আহমদিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি সম্রাট মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।উল্লেখ্য যে ২০০১ সালে আলহাজ্ব মোঃ আবু সাঈদের বাল্যবন্ধু সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও আহমদিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের
আমিত্ব সভাপতি মনিরুল ইসলাম দুদুর অনুরোধে মসজিদটি নির্মাণ করে দেয়া হয়,পরে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি সম্রাট মোহাম্মদ শাহজাহানের অনুরোধে দীর্ঘদিন পর মসজিদটি পরিদর্শন করতে এসে দেখতে পান ধর্মপ্রাণ মুসল্লিদের মসজিদে জায়গা সংকুলন না হওয়ায় মসজিদের বাইরে নামাজ পড়তে হচ্ছে,বিষয়টি দেখতে পেয়ে পুনরায় মসজিদটি নতুন ভাবে নির্মাণ করতে নগত অর্থ সহায়তা প্রদান করে নতুন ভবনের নির্মাণ কাজ এলাকাবাসীদের সাথে নিয়ে উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আবু সাঈদ।পরিদর্শন কালে আলহাজ্ব মোঃ আবু সাঈদকে আহমদিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের আমিত্ব সভাপতি মনিরুল ইসলাম দুদুর সুযোগ্য সন্তান ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, তরুণ উদ্যোক্তা এবং পরিদর্শনের প্রধান সমন্বয়ক সম্রাট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ ফুলেল শুভেচ্ছা জানান।