জামালপুরে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ছুড়িকাঘাতে ব্যাবসায়ী আহত
মো. শামীম হোসেন,জামালপুর প্রতিনিধি।
আন্তজাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে পারভেজ হাসান (২৮) নামের এক ব্যাবসায়ী আহত হয়েছে। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী এম এন এ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী পারভেজ হাসান ভারুয়াখালী এলাকার সাইদুর রহমানের ছেলে। অভিযুক্ত ছাত্রদল নেতা আবু সাঈদ শান্ত (২৫) ঝোকা এলাকার সাইফুল ইসলামের ছেলে ও ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক।
আহত পারভেজ হাসানের ছোট ভাই আবু তাহের জানান, ছাত্রদল নেতা শান্ত তাকেসহ তার কয়েকজন বন্ধুকে তার ফুলের র্যালিতে যোগ দিতে বলে। কিন্তু তিনি ও তার বন্ধুরা র্যালিতে না গিয়ে নিজেরা আলাদাভাবে ফুল দিতে শহীদ মিনারে যান। ফুল দিয়ে ফেরার পথে শান্তসহ ২০-২৫ জন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের গালাগালি ও ধাক্কাতে শুরু করে। সে সময় সেখানে উপস্থিত পারভেজ তাদের বাধা দেয়। তখন শান্ত পারভেজের উপর ক্ষিপ্ত হয়ে সাথে থাকা ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে। পরে পারভেজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জানান- শহীদ মিনারে ফুল দেয়ার পরে ইউনিয়ন ছাত্র দলের সাধারন সম্পাদক আবু সাঈদ শাস্ত পারভেজ নামে একজনকে ছুরি দিয়ে আঘাত করেছে। তিনি এমন একটি ঘটনা শুনেছেন। কিন্তু কি নিয়ে এমন ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।








