
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর মহিপুরে পিকআপ ভ্যানসহ একটি সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে। রবিবার দুপুরে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর নির্মিত সাধুর ব্রিজ নামে পরিচিত ওই সেতুটি ভেঙে পড়ে। তবে এসময় কেউ হতাহত না হলেও আচমকা সেতু ভেঙ্গে পড়ার বিকট শব্দে আতংকিত হয়ে পড়েন স্থানীয়রা। সেতুটি ভেঙ্গে পড়ায় পর্যটক সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০০৫ সালে সেতুটি নাজুক হয়ে পরে। স্থানীয়রা সেতু পাড়াপার সচল রাখতে কাঠ দিয়ে মেরামত করে যাতায়াত করতো। আজ ওই সেতু দিয়ে একটি পিকআপ ঝুঁকি নিয়ে পাড়াপার করতে গিয়ে সেতুটি খালে ভেঙ্গে পরে। এতে কুয়াকাটা-মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার দেখতে যাওয়া পর্যটক দর্শনার্থীদের ভোগান্তিতে পরতে হবে। তাদের এখন বিকল্প পথে রাখাইন পল্লীতে যেতে হবে।
অন্যদিকে কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের চলাচলে দূর্ভেগে পরতে হবে। স্কুলগামী শিশুরা সেতুটি নতুনভাবে তৈরী না হওয়া পর্যন্ত স্কুলে যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় পল্লী চিকিৎসক শুকদেব সৈদ্যাল। তিনি বলেন, এক বছর ধরেই আমরা এই ভাঙা সেতু দিয়ে পারাপার করছি। বিভিন্ন সময় স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে সেতুটি সংস্কারের দাবী জানিয়ে আসলেও কোন প্রতিকার পাইনি। এখন আমাদের কয়েক কিলোমিটার বেশি ঘুরে যাতায়াত করতে হবে। চরম ভোগান্তিতে পড়বে অসুস্থ রোগীরা।
ভেঙ্গেপড়া সেতুটি অপসারন করে ওই খালের উপর একটি নতুন সেতু নির্মানের উদ্যোগ নেয়া হবে এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান স্থাণীয়দের এমনটাই আস্বস্ত করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।








