জামালপুরে মোটরসাইকেল আরোহীদের হেলমেট দিলেন পুলিশ সুপার
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দুর্ঘটনাজনিত আঘাত হ্রাস ও জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের বিনামূল্যে হেলমেট উপহার দেন এবং হেলমেট পড়া চালকদের রজনীগন্ধার শুভেচ্ছা জানান জামালপুর জেলা পুলিশ।
রোববার বিকালে ‘No Helmet, No Fuel’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ও পেট্রোল পাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
পুলিশ সুপার বলেন, প্রতিটি চালককে মোটরসাইকেল চালানোর জন্য নিয়মিত পেট্রোল পাম্প হতে তেল উঠাতে হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের যেন জ্বালানি সরবরাহ না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, ট্রাফিক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।