নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া সহ উপকূলীয় এলাকার ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় কুয়াকাটার পশ্চিম খাজুরা ৬০ ঘর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে এবং নগত অর্থ সহায়তা করে। পরে বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে হোটেল সমুদ্রবাড়ির পুর্বপাশের মাঠে তিন শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ শত পরিবারের মাঝে চাল, ডাল, তৈল সহ নিত্য সামগ্রী বিতরণ করেন।এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, হায়দার আলী লেলিন, মোঃ দুলাল হোসেন । এছাড়া পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব, স্নেহাংশু সরকার কুট্টি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পরিদর্শন করতে এসে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে আরো বড় ধরনের সহযোগিতা নিয়ে আসবো।ত্রাণ বিতরণ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগ সরকারের ত্রান প্রতিমন্ত্রী এই এলাকার সংসদ সদস্য তারপরেও মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। প্রতিটি মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি মানুষের কথা শোনার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, শেখ হাসিনা, ওনারা ক্ষমতা ধরে রাখবার জন্য জনগনের কোন প্রয়োজন নাই। কোন সমর্থনের প্রয়োজন নাই।সোহেল বলেন,দাদারা ওনাদের দেশে তো ভোট ভালোই হয়। কদিন আগে পাকিস্তানে নির্বাচন হয়ে গেল সেখানেও ভোট ভালোই হয। কিন্তু লজ্জা লাগে মাথা হেড হয়ে যায। যে দেশে আমরা জন্ম গ্রহণ করেছি, এই বাংলাদেশে ভোট বলতে আর কিছু নাই। শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য ভোট ব্যবস্থাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন হয়ে গেল। সে নির্বাচনে ৫-১০ ভাগ ভোট পরেছে। বাংলাদেশে বিএনপি কত জনপ্রিয়, বিএনপি নাই ভোটও নাই।