নরসিংদীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলাধীন পাইকারচর ইউনিয়নের সাগরদী পুকুরপাড় হতে মঞ্জুরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহেল এন্টারপ্রাইজ। কাজের অনুমতি পেয়ে রাস্তা কেটে দীর্ঘদিন ফেলে রেখে মাটি ফেলার কাজ ধরলেও ভিটি বালু দেওয়ার জায়গায় কৃষি জমির বালু মাটি দেওয়া হয়। মাটি নিয়ে এলাকার সাধারণ জনগণ রাস্তার কন্ট্রাকটার কে জিজ্ঞাসা করলে কন্ট্রাকটারের পক্ষে এলাকার কতিপয় মাটি বিক্রির দালাল সাধারণ জনগণের উপর চড়াও হয়।
এমনকি রাস্তার বিষয় নিয়ে নাক গলালে পরিনতি ভালো হবে না বলেও হুমকি প্রদান করে। স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা জানায়, রাস্তার ঠিকাদার দীর্ঘদিন যাবত গতিহীন ভাবে রাস্তার কাজ করে যাচ্ছে। রাস্তাটি নির্মাণে যে ধরনের মালামাল ব্যবহার করার কথা রয়েছে তার থেকে নিন্ম মানের মালামাল ব্যবহার করা হচ্ছে।
আমরা এ বিষয়ে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলে তার ছত্রছায়ায় থাকা কতিপয় মাটি বিক্রির দালাল আমাদের উপর চড়াও হয় ও গালিগালাজ করে। পূর্বের রাস্তার পুরাতন ইট ভেঙে নতুন রাস্তায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে লোকজন। রাস্তার কাজের বিভিন্ন অনিয়ম নিয়ে সাব কন্ট্রাক্টর মোঃ পারভেজ মিয়ার সাথে কথা বললে তিনি জানান,
আমাকে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেই ভাবে কাজ করে যাচ্ছি। এর বেশি কিছু আমি জানি না। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহেল এন্টারপ্রাইজ এর মালিক সাহেল ভূইয়ার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। বড় কামারচর, সাগরদী পুকুরপাড়, কামারচর এলাকার জনগণের দাবী বহুল প্রতিক্ষিত এ রাস্তাটি নিয়ম মেনে কোটেশন অনুযায়ী যেন করা হয়। যাতে করে রাস্তাটি দীর্ঘস্থায়ী হয়। নতুন রাস্তার সুফল যাতে অত্র এলাকার সাধারণ মানুষ ভোগ করতে পারে।