পটুয়াখালীতে দুই বরফকল মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদনের অপরাধে পটুয়াখালীর মৎস্য বন্দর আলিপুরে রবিবার (৯ জুন) গভীর রাতে মোল্লা আইচ প্লান্ট ও কুয়াকাটা সি ফুডস লিঃ এর মালিককে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় বরফ কল দুটি সিলগালা করে দেয়া হয়েছে।
নৌ পুলিশ জানান,গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুরে অভিযান চালিয়ে মোল্লা আইচ প্লান্টের মালিক পান্না মোল্লা ও কুয়াকাটা সী ফুড লিঃ এর মালিক আবু হানিফ খানের বরফ কল দু’টি জব্দ করা হয়।
পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয় কে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বরফ কল ২ টি সিলগালা করে দেয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল দুটিতে বরফ উৎপাদন করছিল। তাই জরিমানা আদায় সহ বরফকল দু’টি সিলগালা করে দেয়া হয়েছে। ভবিস্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।