ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবতীর আত্মহত্যা
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা দাবি নিহতের পরিবারের। নিহত উপজেলার চরযোশরদী ইউনিয়নের দামদর্দী গ্রামের কাউছার সেকের স্ত্রী সমির বেগম (১৯)।
রবিবার (৯ জুন) সকাল সাড়ে ৮ টার সময় ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, কাউছার সেকের সাথে সামিরার প্রেমের সম্পর্ক ছিল এরপর দুই পরিবারের সম্মতিতে চার মাস আগে বিবাহ হয়। কিন্ত বিবাহের পর থেকেই বিভিন্ন কারনে স্বামী স্ত্রীর মধ্যে কলহো চলে আসছিল। এরপর এই আত্মহত্যার ঘটনা ঘটে।
তবে নিহতের স্বজনদের দাবি, বিভিন্ন সময়ে যৌতুকের জন্য নির্যাতন করতো এবং কাউছারের সাথে তার ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া থাকায় আমাদের মেয়েটাকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের ফাঁসি চাই।