কোটা সমস্যার সমাধান করার দাবি করেছে ছাত্র-শিক্ষকদের যৌথ সংগঠন জাতীয় শিক্ষাধারা। ৭ জুলাই বিকেলে জাতীয় শিক্ষাধারার ভারপ্রাপ্ত সভাপতি শান্তা ফারজানা, সহ-সভাপতি আদিলুর রহমান, নূরুজ্জামান খান, সাধারণ সম্পাদক খান মো. সাইফুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নুসরাত মিম এক যৌথ বিবৃতে বলেন, কোটাপ্রথা বৈষম্য বৃদ্ধি করছে অথচ বৈষম্য নিরসনের লক্ষ্য নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ সংগঠিত হলেও এই কোটাপ্রথা চরমভাবে বাংলাদেশের মানুষকে দুভাগে বিভক্ত করছে। যা আমরা স্বাধীনতার ৫৪ বছর পর কোনভাবেই প্রত্যাশা করিনা। তাই চাই কোটার নামে মেধাবীদের পথচলাকে কন্টকাকীর্ণ না করে কোটা সমস্যা সমাধান করা হোক।