নরসিংদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে ৯জুলাই মঙ্গলবার নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল হোসেন, নরসিংদী জেলা মুক্তিযুদ্ধা সেক্টর ফোরাম এর সভাপতি আব্দুল মেতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মোমেন মোল্লা, নরসিংদী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন সাহা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, নরসিংদী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক সরকার, সাংবাদিক মাসুদ রানা বাবুল, নরসিংদী পরিবহন মালিক সমিতির এইচ এম জাহাঙ্গীর, শ্রমিক ফেডারেশনের আঃ মান্নান, নজরপুর ইউনিয়নের নাছির উদ্দীন, এড. এম কেরামত উল্লাহ আকন্দ, করিমপুর ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান মমিন, করিমপুর ইউপি সদস্য সেলিনা, রুবেল, চিনিশপুর ইউপি সদস্য সাইম ভূইয়া, পৌর পূজা উদযাপন কমিটির সদস্য প্রবাল দে আপেল, আলিফ লুঙ্গির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ভূইয়া সুমন সহ সর্বস্তরের জনগণ।