ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মোঃ সোহাগ বিশ্বাস: দিঘলিয়া,খুলনা:
বৃহস্পতিবার দুপুরে দীঘলিয়া উপজেলা চত্বরে তিন দিনব্যাপী ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তি মেলা ও বর্ণাঢ্য র্যালির আয়োজিত করা হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূরশেদী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম । প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন,প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।
স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ ।