“আলোর মিছিল” -এর টানা ৬ দিন যাবৎ বৃক্ষরোপন কর্মসূচি পালন
মোঃ সোহাগ বিশ্বাস। দিঘলিয়া, খুলনা:
গত ০৯ জুলাই, ২০২৪ (ইং) থেকে ১৪ জুলাই, ২০২৪ (ইং) তারিখ পর্যন্ত খুলনাঞ্চলের সর্ববৃহৎ পরিবেশবাদী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর মিছিল” -এর উদ্যোগে রূপসা উপজেলাব্যাপী টানা ৬ দিন ধরে ধাপে ধাপে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। খুলনা জেলার রূপসা উপজেলার সিংহের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মোছাব্বারপুর, রামনগর, রহিমনগর আল ফালাহ কিন্ডারগার্টেন, ২ টা জামে মসজিদ, ২ টা কবরখানা, আঠারো বেকী নদীর পাড়, রুপসা নদীর ভাঙনসহ উল্লেখযোগ্য বিভিন্ন স্থানসমূহে কার্যক্রমটি পরিচালনা করা হয়।
সেসব স্থানে জারুল, সোনালু, গোলাপজাম, নিমগাছ, কৃষ্ণচুড়া, বকুল, বটগাছ, বাইন, গোলপাতা, কাকড়া, ঝানাকাকড়াসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।রোপনকৃত বৃক্ষের চারা এবং বীজসমূহ “আলোর মিছিল” খুলনার বৃহৎ সামাজিক সংগঠন “আগুয়ান-৭১” এর পক্ষ থেকে ১০টি চারা এবং শুভাকাঙ্ক্ষীদের থেকে অন্যান্য চারা ও বীজ উপহার হিসাবে গ্রহণ করে। আলোর মিছিল ৬ দিন ব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে মোট ৫ শতাধিক বৃক্ষরোপণ করে।
পরিবেশবাদী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর মিছিল” -এর এই বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন সময় উপস্থিত থেকে সাহায্য করেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য আলম হাওলাদার, ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মাসুদ সরদার, “আরআরএন” সভাপতি ইজাবুল কায়েস, “আরআরএন” সহ-সভাপতি হুমায়ুন কবির, “আলোর মিছিল” -এর সদস্য মোঃ মিনহাজ মোর্শেদ, “আলোকিত রুপসা” -এর প্রতিষ্ঠাতা মোঃ তরিকুল ইসলাম, “উইথ শি” -এর প্রতিষ্ঠাতা ইমরান জাহান আরাফাত, “আলোর মিছিল” -এর শুভাকাঙ্ক্ষী তৌহিদ ও সাধারন জনতা।।
সার্বক্ষণিক উপস্থিত থেকে কার্জক্রমটি পর্যবেক্ষন করেন আলোর মিছিল সভাপতি শেখ তারেক এবং সার্বক্ষণিক অনলাইনে যুক্ত থেকে পরামর্শ প্রদান করেন আলোর মিছিল সাধারণ সম্পাদক আল মামুন সোহাগ।উক্ত কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সমন্বয়ক ও আলোর মিছিল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল কবির।
সবুজ, শীতল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে “আলোর মিছিল” -এর বৃক্ষরোপন কর্মসূচী চলমান থাকবে বলে জানায় সংগঠনের সভাপতি শেখ তারেক।