শিক্ষার্থীদের মৃত্যুতে নতুনধারার শোক প্রকাশ
ঢাকা প্রতিনিধি:
কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সমস্যা সমাধানে আশু পদক্ষেপ দাবি করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৬ জুলাই প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ এক বিবৃতিতে আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর এমন হামলা ন্যাক্কারজনক। এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে ইতিহাসে অপরাধী হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতিটি সুবিধাভোগি। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশী জাতির পিতা, তাহলে তাঁর সন্তানদের দেশে কিভাবে ভিন্ন চিন্তা থেকে কোটা বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া উচিৎ বলে আমরা মনে করি।