নরসিংদীতে শহীদ আশিকুর রহমান পাভেল এর স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে ১৭আগষ্ট শনিবার ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন ও তুষার এর ৮ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ২০১৬ সালের ১৭আগষ্ট সড়ক দুর্ঘটনায় পাভেল ও তার বন্ধু নিহত হন।
শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রধান মুফতি এবং বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আই এর ধর্মীয় আলোচক শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণী ছালেহী।
সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় বায়তুল আমান জামে মসজিদে কোরআন তেলাওয়াত ও আলোচনা। শহীদ আশিকুর রহমান পাভেলের কবর যেয়ারত। দক্ষিণ পাড়া গোরস্থানের কবর যেয়ারত। স্মরণ সভা ও আলোচনা। দুপুরে এতিম, বিধবা,দুঃস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য প্রদান।
আরো উপস্থিত ছিলেন ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মকবুল হোসেন প্রধান, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, পূবালী ব্যাংক মাধবদী শাখার ব্যবস্থাপক জাকির হোসেন, সাপ্তাহিক বাবুরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া ভিপি জসিম,
সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম খোকন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম,
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক মোঃ কাজিম উদ্দিন, এম এম কে ডাইং, ফিনিশিং এন্ড টেক্সটাইল মিলস্ এর পরিচালক আলহাজ্ব আঃ কাইউম মোল্লা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।