জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহে বজ্রপাতে মধুমালা (৪০) নামে এক গৃহবধূ ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ মধুমালার হলেন জেলার হরিণাকুণ্ডু উপজেলার ২ নং জোড়াদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হরিশপুর গ্রামের মকছেদ আলীর স্ত্রী।
স্থানীয়সুত্রে জানাগেছে, মকছেদ আলীর স্ত্রী মধুমালা বুধবার দুপুর ১ টার দিকে আকাশে মেঘ বৃষ্টি দেখে তাদের বাড়ির পাশের বাঁশ বাগানে ২ টি বেধে রাখা ছাগল বাধা ছাগল আনতে যায়।
ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে।এঘটনায় ঘটনাস্থানে আনতে যাওয়া ২টা ছাগলসহ মধুমালা নামে গৃহবধূর তৎক্ষণাৎ মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা দুইটা ছাগলও মারা যায়।
নিহত মধুমালা মকছেদ আলীর স্ত্রী, দুই -সন্তানের জননী।
বজ্রপাতের কারনেই মৃত্যু হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত,
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
উপদেষ্টা মন্ডলী : সম্পাদক:মুহাম্মাদ বিলাল হুসাইন,(এলএলবি শেষ পর্ব) ) নির্বাহী সম্পাদক:শামীমা আক্তার, বার্তা সম্পাদক:আবরার খান, নির্বাহী বার্তা সম্পাদক: মোঃ শাহিন কাদির।,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিশ্বাস ভিলা,সোনালী ব্যাংক রোড (বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে )নারিকেলবাড়িয়া বাজার,বাঘারপাড়া, যশোর-৭৪৭০ মোবাইল:০১৬০০৩১০২৯১__০১৫৬৮৬৮৬৫৫৩__০১৮১৮৮৮৪১৪০ Email:satyakantho2022@gmail
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
All Rights Reserved © 20223 _ www.satyakantho.com