কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির(৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।গতকাল বিকেলে গাজীপুরের ঢাকা-টঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকার সড়কের পাশে ঝোপের ভিতর স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। নিহত ব্যক্তির পড়নে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও নীল সাদা রঙের লুঙ্গি পরিহিত ছিল। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মিন্টু মিয়া বলেন,মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে তবে হত্যা না অন্য কারনে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।