নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে বৃহস্পতিবার দুপুরে স্কুল শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ অফিসে এ চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক কাউসার হামিদ, মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম মিয়া প্রমুখ।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, আমরা ঔষধি, ফলজ ও বনজ গাছের ১৫ হাজার চারা বিতরণ কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে বেশ কয়েক হাজার চারা বিতরণ শেষ হয়েছে।’
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।