ডোনাল্ড ট্রাম্প; কমলা হ্যারিসের সঙ্গে আর বিতর্ক করবেন না
সত্যকন্ঠ আন্তর্জাতিক:
আসন্ন ৫ নভেম্বরের যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নিতে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিবিসি জানিয়েছে, গতকাল ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা জানান ডোনাল্ড ট্রাম্প।
খবরটি শুনতে পপকাষ্টে ক্লিক করুন (2)
মঙ্গলবার হ্যারিসের বিরুদ্ধে বিতর্কের আগে ট্রাম্প জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বিতর্কে অংশ নিয়েছিলেন। এই প্রসঙ্গে ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, কোন তৃতীয় বিতর্ক হবে না!
ট্রাম্প তার পোস্টে বলেন, পোল দেখাচ্ছে যে তিনি বিতর্কে জিতেছেন। তবে বেশ কয়েকটি জরিপ দেখায় যে উত্তরদাতারা মনে করেন কমলা হ্যারিস ভাল করেছেন।
যদিও ছয় রিপাবলিকান দাতা এবং ট্রাম্পের তিনজন উপদেষ্টা রয়টার্সকে বলেছিলেন, তারা মনে করেন হ্যারিস মূলত বিতর্ক জিতেছেন কারণ ট্রাম্প কথা ধরে রাখতে অক্ষম ছিলেন।
ট্রাম্পের পোস্টের পরপরই একটি সমাবেশে বক্তৃতা দিয়ে বলেছিলেন, আমি বিশ্বাস করি যে আমরা ভোটারদের কাছে আরেকটি বিতর্কের জন্য ঋণী।
বিতর্ক পর্যবেক্ষকদের একটি সংখ্যাগরিষ্ঠ দল বলেছেন হ্যারিস ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন। জরিপকৃতদের মধ্যে ৫৪ শতাংশ বলেছেন, হ্যারিস জিতেছেন এবং ৩১ শতাংশ বলেছেন ট্রাম্প বিজয়ী।