নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন উপলক্ষে কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্ন ও জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এনহ্যান্সড কোষ্টাল ফিসারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এর আয়োজনে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে বিভিন্ন জেলে ও সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকদের নিয়ে কর্মসূচি পালন করা হয়েছে।
সৈকত পরিচ্ছন্নতা অভিযান শেষে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে আবুল বাশার, ফিল্ড ফ্যাসিলিটর, টিএমএসএস/ ইকোফিশ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো: বখতিয়ার রহমান, গবেষণা সহকারী, ওয়ার্ল্ডফিশ/ ইকোফিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: আশিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
এসময় বক্তারা বলেন, আজকে উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে এই আয়োজন করে থেমে গেলে হবে না । উপকূলের পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় জেলে ভাইয়েরা সমুদ্রে প্লাস্টিকের বোতল, ছেড়া জাল, পলিথিন, অপ্রয়োজনীয় রশি বা দড়ি সমুদ্রে ফেলে দেন। এতে করে সামুদ্রিক প্রাণীগুলো বড় ধরনের ক্ষতির মুখে পরে, মাছ, কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী ক্ষতিগ্রস্ত হয় এমনকি মারাও পরে। তাই আমাদের সকলের সহযোগিতা সমুদ্রের পরিবেশ ঠিক রাখা সম্ভব।
আরো বলেন, বাংলাদেশের কয়েক হাজার জেলে আছেন যারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করছে এবং দেশের অর্থনীতির একটি বড় অংশ মৎস বিভাগ। সুতরাং আমাদের এটি রক্ষণাবেক্ষণ করা অতিব গুরুত্বপূর্ন।