ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রাচীর নির্মাণ শিক্ষার্থীদের যাতায়াত ও খেলাধুলার প্রতিবন্ধকতা সৃষ্টি
ওবায়দুর রহমান , স্টাফ রির্পোটারঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৯১ নং বিবিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রাচীর নির্মাণ করছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা । প্রাচীর নির্মাণের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহ খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। উক্ত বিদ্যালয়টি ভোট কেন্দ্র হওয়ায় প্রাচীর নির্মাণের ফলে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহ ঝুঁকির মধ্যে পড়বে । এঘটনায় গ্রামবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টি রক্ষার জন্য প্রধান শিক্ষক ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রাচীর নির্মাণকারী আ-লীগ নেতা বাদল মুন্সীকে বুধবার সকালে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় এবং অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৯১ নং বিবিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরানো নামকরা একটি বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়ের সামনে পুরো মাঠ দখল করে প্রাচীর নির্মাণ করছে স্থানীয় আওয়ামীলীগ নেতা বাদল মুন্সি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্মাণ কাজ বন্ধ করতে বাধা দিলেও তিনি কোন কর্ণপাত না করে নির্মাণ কাজ চলমান রাখেন। প্রাচীন নির্মাণের ফলে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হয়ে আড়ালে পড়ে যাবে। এ ঘটনা গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতি দ্রুত মাঠ দখল মুক্ত করে আগের পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসন নিকট দাবি করেছেন এলাকাবাসী।
গ্রামবাসী অভিযোগ করে বলেন, বিবিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম একতলা ভবনটি মাঠের মাঝখানে ছিল। সরকারি উন্নয়নে পরে বিদ্যালয়ের জন্য দোতলা নতুন একটি ভবন পাশ হয়। তখন একতলা ভবনটি ভেঙ্গে স্কুলে জায়গার উত্তর প্রান্তে দো’তলা ভবনটি নির্মাণ করা হয়। এতে করে বিদ্যালয়টির সৌন্দর্য বৃদ্ধি সহ শিক্ষার্থীদের সমাবেশ ও খেলাধুলার মাঠ সহ যাতায়াতের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন এভাবে চলে আসলেও সম্প্রতি বাদল মুন্সি বিদ্যালয়টির কোল ঘেঁষে সমগ্র মাঠ দখল করে প্রাচীন নির্মাণ করে ফেলে। মাঠে প্রাচীর নির্মানের ফলে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সহ যাতায়াত বিঘ্ন ঘটছে ।
এ ঘটনায় বিবিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জানান, রবিবার সকালে এসে দেখি বিদ্যালয়ের সামনে পুরো মাঠ জুড়ে প্রাচীর নির্মাণ করছে স্থানীয় বাদল মুন্সী। আমি তাকে নিষেধ করেছি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বলেছি। পরে রবিবার বিকেলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসে একটি অভিযোগ দিয়েছি। আমার ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ দখল হওয়ায় ফলে খেলাধুলা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে শিক্ষার্থীদের সমাবেশ এবং যাতায়াতের চরম সমস্যার সৃষ্টি হয়েছে ।
এ ব্যাপারে প্রাচীর নির্মাণকারী ঘারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাদল মুন্সী জানান, স্কুলের পুরো জায়গাটা আমার বাপ-দাদারা দান করেছে। আমি আমার চাচার নিকট থেকে কিছু জায়গা খরিদ করেছি। এই জায়গা আমাকে লিখে দিয়েছে। স্কুলের মাঠের জায়গা আমার দলিলকৃত ক্রয় সম্পত্তি। আমি স্কুলের মাঠ দখল করি নাই।