কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিবাদ সভা।
নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটা সমুদ্র সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে প্রায় দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার শেষ বিকেলে কুয়াকাটা চার রাস্তার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, কৃষক দলের সভাতি খন্দকার আলী হোসেন, জিএম গনি।
ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মো: রুমী শরীফ, পল্লী চিকিৎসক আ: হালিম, মো: জাফর মৃধা প্রমুখ।
এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে বার বার ভেঙ্গে দেয়া হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরো বলেন, এনজিও থেকে লোন এনে যখনই ব্যবসা শুরু করেছে তখনই তাদের ভেঙে দেয়া হয়েছে। অথচ যারা সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হযনি। তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পুনর্বাসন করা হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা না হয় এ জন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে দাবি জানান তারা। এসময় পৌর বিএনপির নেতৃবৃন্দ ক্ষুব্ধ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয় সে ব্যবস্থা করবেন।
উল্লেখ: উপজেলা প্রশাসন আজ রবিবার পর্যন্ত সৈকত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজ নিজ দ্বায়িত্বে সরে যাবার জন্য সময় বেধে দেন। এরই প্রতিবাদে ক্ষুদ্র ব্যবসায়ীরা এ প্রতিবাদ সভা করেছে।