নরসিংদীতে মাধবদী পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাধবদী পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ২রা অক্টোবর বুধবার মাধবদী পৌরসভা হলরুমে।
মাধবদী পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌর প্রশাসক আসমা সুলতানা নাসরীন। সভাপতি তার বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে বসবাস করব। সেই সাথে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, পূজায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে পুলিশ, সেনাবাহিনী ও মোবাইল টীম। এছাড়াও ছাত্র সমন্বয়, বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক টীম আপনাদের পূজার নিরাপত্তায় কাজ করবে। পূজা চলাকালীন ইভটিজিং এর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জিরো টলারেন্স। আপনারা নির্বিঘ্নে আপনাদের শারদীয় উৎসব পালন করুন। এছাড়াও মাধবদী পৌর প্রশাসক হিসেবে তিনি সকল পৌরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন মাধবদী পৌরসভায় দফায় দফায় চারবার আগুন দেওয়া হয়েছে, এতে করে পৌর ভবন সহ গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন পৌর সভার ফান্ড বলতে কিছুই নেই। পৌর সভায় রাজস্ব আয় বাড়ে আপনাদের ট্যাক্স এর মাধ্যমে, আপনারা সময় মতো সকলে ট্যাক্স পরিশোধ করবেন। আপনাদের ট্যাক্স সরকারী নিয়ম অনুযায়ী নেওয়া হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাধবদী পৌর নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূইয়া, মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মোঃ কাউছার আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী মাধবদী শহর শাখার আমীর আমিনুল হক, সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেন, নরসিংদী জেলা ছাত্র সমন্বয় সাফায়াত জামিল মাহির, মাহফুজ হাসান, মাধবদী পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন দেবনাথ, অরবিন্দু আঢ্য, নিরঞ্জন সাহা, নিকাশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।