বাগেরহাটের ফকিরহাটে কৃষকের মাঠ পরিদর্শন করলেন কৃষিবিদ : ফরিদুল ইসলাম
সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের কৃষকের মাঠ পরিদর্শন করলেন অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চল খুলনার কৃষিবিদ মোঃ ফরিদুল ইসলাম।
০৭(জানুয়ারি)সকাল ১১ টায় লখপুর ইউনিয়নের কৃষকের মাঠ পরিদর্শন করলেন অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চল খুলনার কৃষিবিদ মোঃ ফরিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপ পরিচালক (ভারপ্রাপ্ত)বাগেরহাট,কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন,ফকিরহাট উপজেলা কৃষি অফিসার নাসরুল মিল্লাত,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন সেন, উপসহকারী কৃষিঅফিসার বিপুল পাল, দেবদাস বালা,অভিজিৎ গাইন সহ কৃষক কৃষাণীরা।
দেশের প্রতিটি নাগরিকের উচিত তার জমি থেকে কিছু না কিছু উৎপাদন করা। যা শুধু তাদের চাহিদাই মেটাবে না, দেশকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর হতেও সাহায্য করবেআমাদের মাটি ও পরিবেশ ফল ও শাকসবজি উৎপাদনে সহায়ক।
কৃষিবিদ মোঃ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর শেখ শেখ হাসিনার যে পরিকল্পনা ২০৪১ সালের ভিতরে উন্নত যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ফকিরহাট উপজেলা কৃষি অফিসার নাসরুল মিল্লাত বলেন, স্কুল-কলেজের আঙিনায় হতে পারে সুন্দর সবজি বাগান। এমনকি সরকারি পতিত জমিতে চাষ করা যায় লালশাক, ঢ্যাঁড়শ, ডাঁটাশাক ইত্যাদি।
লাউ, শিম, বরবটি, কাঁকরোল, ইত্যাদি চাষ করে অন্যান্য ভাবে আমরা সফলতা অর্জন করতে পেরেছে তাই ফকিরহাট উপজেলা প্রশাসনের এই উদ্যোগ অন্যদের অনুপ্রেরণিত করবে এবং উৎসাহিত করবে।