সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কমপ্লেক্সের রোগীর আন্তঃবিভাগে রোগীর তুলনায় বিড়ালের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগের বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছু রোগী আন্তঃবিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের তুলনায় বেশী দেখা গিয়েছে বিড়ালের আনাগোনা।
রাশেদা খাতুন নামের এক রোগীর স্বজনের সাথে কথা হলে তিনি বলেন, আমার আত্মীয় এখানে ভর্তি রয়েছে। তাকে দেখতে এসেছি। কিন্ত ভিতরে নোংরা পরিবেশের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। রোগীর বিছানা ও বেডের নিচে ৪-৫ টি বিড়াল দৌড়া-দৌড়ি করছে। এমন পরিবেশ থাকলে রোগী সুস্থ হবে তো দূরে কথা আমরা সুস্থ মানুষ বেশ কিছুক্ষণ থাকলে মনে হয় অসুস্থ হয়ে পড়বো।
আশরাফুল হক রেজা নামের আরেক স্বজন জানান, রোগী দেখতে এসে ভিতরের পরিবেশ দেখে অবাক হয়ে গেছি। রোগির বেডের ওপর বিড়াল দাড়িয়ে আছে। মেঝেতে বিড়াল হাটাচলা করছে। রোগীর ঔষধ ও আসবাবপত্র রাখার টলির ওপর বিড়াল উঠে বসে আছে। আর ভিতরে তো গন্ধ রয়েছে। এখানে থাকাটাই অকুলান হয়ে গেছে। হসপিটালের ভিতরের অবস্থা যদি এই হয় রোগী কিভাবে থাকে।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ সুদ্বীপ সরকার জানায়, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পরিছন্নকর্মী সংকট রয়েছে। যার কারণে একটু পরিবেশ এলোমেল হয়ে আছে। যারা পরিছন্নকর্মী রয়েছে তাদের দিয়েই আমরা চেষ্টা করছি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ঠিক রাখার জন্য। আর বিড়ালগুলো তাড়ানো ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।