ওবায়দুর রহমান, স্টাফ রির্পোটারঃ
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চারটি ট্রাক জব্দ করেছে। গতকাল রাতে পুলিশ ভাঙ্গা থানা সহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতকে গ্রেফতারের পর রবিবার বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত ডাকাতরা হল-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি গ্রামের সোবাহান কাজীর ছেলে সোহেল কাজী(২৩)ও জাকির কাজীর ছেলে জুয়েল কাজী(২২),কোটালীপাড়ার কান্দি গ্রামের কাজল শেখের ছেলে সাগর(২৫), উপজেলার চান্দ্রা মুগডোবা গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে পারভেজ মুন্সি(২৭),শরীয়তপুরের গোসাইরহাটের ঢালিরহাট গ্রামের জাহিদ হোসেনের ছেলে আরাফাত হোসন(২৬),মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামের ইমদাদুল হক মৃধার ছেলে মেহেদী হাসান মৃধা (২৮),গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঝোনাসুর গ্রামের ইউনুস শেখের ছেলে মিন্টু শেখ(৫৫)। জানা গেছে, ফরিদপুর -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর ও চুমুরদী এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় তারা জড়িত ছিল। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ভাঙ্গা থানা পৃথক দুটি ডাকাতির মামলা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।