সাতক্ষীরা সীমান্ত থেকে ১০০ বোতল ফেসনিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি
আলী আহসান রবি
০৬ জানুয়ারি ২০২৫
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তবর্তী তেতুলবাড়ি নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ এনামুল আলী (৩০) নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের মাদরা বিওপির নায়েক বিএম শরীফ (এসআইপি) এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য গোপনে অবস্থান করে। এ সময় আভিযানিকদল তেতুলবাড়ি সীমান্ত হতে ভারতীয় নাগরিক মোঃ এনামুল আলী (৩০), পিতা-রিকাত আলী, গ্রাম+ডাকঘর-হাকিমপুর, থানা-শ্বরুপনগর ও জেলা-উত্তর চব্বিশ পরগনা’কে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃত ফেনসিডিলের সিজার মূল্যে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ ধারা মোতাবেক কলারোয়া থানায় মামলা করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রকিয়াধীন ।