গাবতলীতে ন্যায্যমূল্যে সারের দাবীতে শত শত কৃষকদের মানববন্ধন
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে সুখানপুকুর বাজারে অবস্থিত ২টি বিএ ডিসির সার ডিলার সরকারি রেটে সারা বছর সার উত্তোলন করে এলাকার কৃষক কে না দিয়ে বেশি লাভের আশায় কালোবাজারে বিক্রি করায় সুখানপুকুর বাজারে শত শত কৃষক সারের দাবীতে মানববন্ধন করেন।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সুখানপুকুর এলাকার বিভিন্ন কৃষকগণ। এ সময় কৃষক মোজাহার আলী বলেন, এই ডিলার ২টি কৃষকদের কাছে কোন সার বিক্রি করেনা। এদের কাছে সার নিতে গেলে বলে সার নাই।
কৃষি অফিসার কে বার বার অভিযোগ দেওয়ার পরেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়নি। কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বছরের পর বছর কৃষক কে ফাঁকী দিয়ে আসছে তারা। শুধু তাই নয় সরকার ট্রেডার্সে শুধু সাইনবোর্ড ঝুলে ছিল ১৫বছরে
কেউও ১৫ কেজি সারও পায়নি। শুধু তাই নয় দোকানটিও কয়েক বছর আগে বিক্রি করে দিয়েছে। অতি তারাতারি এই ২টি সার ডিলার বাতিল করার দাবী জানাই।কৃষক সুকুরআলী জানান, আমি কোন দিন এদের কাছে থেকে ১কেজিও সার পায়নি।
আমি এদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহনের দাবী জানাই। কৃষক শাহআলম বলেন, এই কালোবাজারি অতি তারাতারি বন্ধ করা হোক। দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। কৃষক নাহিদ বিন সেতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সারে এতো ভর্তুকি
দিচ্ছে অথচ সুখানপুকুর বাজারে সরকার ট্রেডার্স ও সাঈদ ট্রেডার্সে গত ১৫বছর ধরে কৃষক কে সার না দিয়ে বেশী লাভের আশায় কালোবাজারে প্রতিনিয়ত বিক্রি করে আসছে। দুর্নীতি করলে কি রকম সাজা হয় সেই মোতাবেক এদের বিরুদ্ধে যেনো কঠোর ব্যবস্থা
নেওয়া হয়। কৃষক হাসান বলেন, এদের কাছে গেলে আমরা কোন সার পায়না। রাতের আধারে কোথায় সার বিক্রি করে তাও জানিনা। এদের বিরুদ্ধে অতি তারাতারি ব্যবস্থা নেওয়া হোক। কৃষক মোজাফ্ফর বলেন, পবিত্র সরকারের সুখানপুকুর বাজারে সারের
দোকানই নাই। তার সারের ডিলার আছে কিš‘ কাউকে কোনদিন সার দেয়না। কৃষক মাসুদ রানা বলেন, এদের কাছে গেলে বলে সার নাই। এরা কালোবাজারে সার বিক্রি করে। এদের ডিলার বাতিল করা হোক। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কাজল রায়, নুরুল
ইসলাম উজ্জল, কৃষক ফজলুল হক, আফসার, হান্নু, বাদশা, ঠান্ডা, হান্নান, মোহাম্মদ আলী, বাবলু মহন্ত, জহুরুল, গফুর, কুয়েল, জয়নাল তারেক, সায়েদজ্জামান, টুল্লু, নাছিম, মালেকসহ এলাকার শত শত কৃষকগণ।
উল্লেখ্য কৃষকদের কে সার না দিয়ে কালোবাজারে বিক্রি করায় ডিলার ২টির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ক্ষুব্ধ কৃষকগণ ১লা জানুয়ারি ২য় দফা অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান
জানিয়েছেন, অভিযোগ হাতে পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তর কে অভিযোগটি দেখার জন্য দায়িত্ব দিয়েছি। অভিযোগটি প্রমানিত হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।