বাংলাদেশ জামায়াতি ইসলাম নেহালপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন
মোঃ হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতি ইসলাম নেহালপুর ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সনের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রাত্র আনুমানিক সাড়ে আটটায় কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলাম নেহালপুর ইউনিয়ন শাখার উদ্দোগে কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনিরামপুর থানা জামাত আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটকরী অধ্যক্ষ মাওঃ খলিলুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল বিভাগের আবু সালেহ মোহাম্মদ উবায়দুল্লাহ।কমিটি গঠন অনুষ্ঠানে নেহালপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতানেতৃবৃন্দ উপস্থিতিতে কমিটিতে যারা অর্ন্তভুক্ত হয়েছেন যেমন- ডাঃ মাওলানা আবু তালহা সভাপতি, মোঃ আব্দুল কাদের সরদার সহ-সভাপতি, মাওলানা ইব্রাহিম খলিল সহ-সভাপতি, মাওলানা আব্দুল হামিদ সাধারণ সম্পাদক, অধ্যক্ষ হারুন আর রশিদ সহ সম্পাদক, মাওলানা মাহফুজুর রহমান বায়তুলমাল সম্পাদক, হাফেজ আব্দুর রশিদ উলামা বিভাগ, মোঃ খিদির হাসান পেশাজীবী বিভাগ, মাওলানা আ জ ম ওবায়দুল্লাহ যুব বিভাগ ও ডাক্তার হাফেজ কামরুজ্জামান লিটন শ্রমিক বিভাগে মনোনীত হয়েছেন। এ সময় জামাতের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।