ওবাইদুর রহমান,ভাংগা,ফরিদপুর
ওবায়দুর রহমান, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন হয়েছে। এতে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহাদাত হোসেন ৬২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট। এছাড়া ভাঙ্গা উপজেলায় আশিক ইকবাল স্বপন মোল্লা টিউবওয়েল প্রতীক নিয়ে ১০৮ ভোট এবং কহিনুর বেগম ফুটবল প্রতীক নিয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয় এবং বিরতিহীনভাবে চলে দুপুর ২টা পর্যন্ত। প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন জানান,অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন হয়। এজন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষ্যে আইনশৃংখলা বাহিনীর সদা নিয়োজিত রয়েছে। এজন্য সংশ্লিষ্টদের সহায়তায় যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,সহকারী কমিশনার(ভূ’মি) মাহামুদুল হাসান সহ কর্মকর্তারা ভোটকেন্দ্র ভাঙ্গা ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণ করেন। এ সময় তিনি সংবাদ কর্মীদের জানান,নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। ভোটকেন্দ্রের সুষ্ঠ পরিবেশ রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।