রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পুকুর খনন বন্ধে অভিযোগ দেয়ায় একজনকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শ্রীপুর ইউনিয়নে খয়রা বিলে পুকুর খননকে কেন্দ্র করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজিদপুর গ্রামের নজরুল ইসলামের প্রভাবশালী ছেলে আতিকুর রহমান স্বপন খয়রা বিলে জোর পূর্বক পুকুর খনন করার চেষ্টা চালায়। কয়েকজন গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। মোজাফফর হোসেনের পুত্র লালন তাঁদের মধ্যে একজন।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে লালন জমি থেকে বাড়ী ফেরার পথে আতিকুর রহমান স্বপনের নেতৃত্বে ১৪/১৫ জন লোক সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তিনি একটি বাড়ীতে আশ্রয় নেয়ার চেষ্টা করলে তাঁকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা লালনকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর পূর্বে আতিকুরের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ রয়েছে। আতিকুর রহমান স্বপন শ্রীপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। সূত্র জানায়, আতিকুর রহমান স্বপনের স্ত্রী বাগমারা থানায় পুলিশে চাকরি করেন। পুলিশের দাপট দেখিয়ে আতিক নানা অপকর্ম চালিয়ে আসছে।
শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, জোর পূর্বক পুকুর খনন নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধার দিকে আতিকুর রহমান স্বপনের ০১৭৫৮-০৩৬২৪৩ নং মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, একজন ফাঁস দিয়ে মারা গেছে এখানে আসছি, আপনি পরিদর্শক (তদন্ত’র) সাথে কথা বলেন। বার বার ফোন দিলেও পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান ফোন রিসিভ করেননি।