বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়গড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত নির্বাচনী সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার সুলতান পুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং গড়গড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বাদ আছর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ নাজমুল হক সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা ও রাজশাহী ৬ সংসদ সদস্য পদপ্রার্থী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মজলুম জননেতা মাওলানা জিন্নাত আলী সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ,আব্দুল্লাহ আল মামুন ( নুহু )আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা ,সাজ্জাদুর রহমান উজ্জল সুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা ,উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ইদ্রিস আলী আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং গড়গড়ী ইউনিয়ন শাখা।
উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব অধ্যক্ষ নাজমুল হক বলেন এদেশের ইসলাম প্রিয়, ধর্ম ,বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে নিয়ে পি আর পদ্ধতিতে নির্বাচন চাই এবং পি আর পদ্ধতিতে নির্বাচন করে এ দেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের ভিত্তিতে এদেশ গঠন করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় ইনশাআল্লাহ।
পরিশেষে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের দীপ্ত প্রতিজ্ঞা করে দাঁড়ি পাল্লায় ভোট চেয়ে সকলের দোয়া ও সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য সমাপ্ত করেন ।