বনানীতে ফেয়ার বিডি বাংলাদেশ লিমিটেড ট্রাভেল এজেন্সিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ২ লাখ ৫০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক:আজ দুপুরে রাজধানীর বনানী এলাকায় অবস্থিত ট্রাভেল এজেন্সি ফেয়ার বিডি বাংলাদেশ লিমিটেড –এ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে ট্রাভেল এজেন্সিটিকে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করায় ব্যর্থতার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিশ্রুত সেবা প্রদানে ব্যর্থতার জন্য ৫০ হাজার টাকা এবং ৫৩ ধারায় অবহেলার মাধ্যমে যাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে ২ লাখ টাকা মোট ২.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান টিতে লাইসেন্স এর শর্ট ভঙ্গ করে ব্যবসা পরিচালনার বেশ কিছু নিদর্শন পাওয়া যায়। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গৃহীত হবে মর্মে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ জানান।
এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।