ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট’-এর ৭ম যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত
সৈয়দ ওবায়দুর রহমান,ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর সপ্তম যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রোজেক্ট ডিরেক্টর ড. মোঃ জিললুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।
সভায় স্বাগত বক্তব্যে ড. জিললুর রহমান বলেন, “ট্রাফিক জ্যামের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। এ জন্য জনগণ ও ট্রাফিক পুলিশকে আরও সচেতন হতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে প্রকল্পের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে।বিশেষ বক্তা মোঃ সরওয়ার, বিপিএম-সেবা বলেন, রোড সেফটি প্রজেক্টের মাধ্যমে সরকার ও ডিএমপি উভয়ই উপকৃত হচ্ছে। প্রকল্পের দুর্ঘটনাজনিত বিশ্লেষণ সফটওয়্যার (DARC) সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া শিশুদের ট্র্যাফিক শিক্ষা কার্যক্রম, ট্র্যাফিক ড্রাইভিং স্কুল, রাজারবাগে ট্র্যাফিক সেফটি এডুকেশন সেন্টার প্রতিষ্ঠা এবং আগস্ট মাস থেকে ট্র্যাফিক সিগন্যাল লাইট ব্যবস্থাপনা চালুর বিষয়েও তিনি উল্লেখ করেন।
সভায় ডিআরএসপির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—
প্র্যাকটিক্যাল পার্টিসিপেশন এডুকেশন প্রোগ্রাম (PPEP) এর আওতায় ডিএমপির ৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান।
আটটি ট্রাফিক বিভাগের আওতায় ৪১টি স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন।
ডিএমপি সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা আয়োজন।
দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য DARC অ্যাপ এবং ROOF ফর্ম চালু।
পথচারীদের নিরাপত্তা বৃদ্ধিতে মিরপুরে পাইলট প্রজেক্ট “নিরাপদ পথচারী পারাপার” বাস্তবায়ন।
“ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (TSEC)” এর মাধ্যমে শিক্ষার্থী ও জনগণের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম।
জাপান ও ভারতের হায়দ্রাবাদে প্রশিক্ষণ সেশনে
ডিএমপির কর্মকর্তাদের অংশগ্রহণ এবং সাংবাদিকদের জন্য মিডিয়া ফেলোশিপ প্রোগ্রাম আয়োজন।
সভায় ডিএমপি, জাইকা, বিআরটিএ, ডিটিসিএ, ডিএসসিসি ও ডিএনসিসির প্রতিনিধিসহ যৌথ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ থেকে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ বাস্তবায়ন চলছে। প্রকল্পের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এটি প্রকল্পের সপ্তম সমন্বয় সভা।







