
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ ১৫ নভেম্বর ২০২৫ ইং (শনিবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে নজিরবিহীন শোডাউন করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাঘা পৌরসভার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওউচ্চ বিদ্যালয় যুক্ত মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোডাউনটি বাঘা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
শোডাউন শেষে রাজশাহী ৬ চারঘাট – বাঘার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন,আমি এমপি নয়, জনগণের সেবক হতে চাই। আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বাঘা-চারঘাটকে নতুনভাবে গড়ে তোলাই আমার অঙ্গীকার।তিনি আরও বলেন, “আমরা শাসক নয়, সেবক হতে চাই। আগামী দিনে সকল ভালো কাজে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জামায়াতের রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, অধ্যাপক কামরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সাইফুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌর আমীর অধ্যাপক মনিরুল ইসলাম জিঞ্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম সহ চারঘাট-বাঘার কয়েক হাজার নেতা-কর্মী।
সমাবেশে বক্তারা বলেন,“অধ্যক্ষ নাজমুল হকের রাজনৈতিক ক্যারিয়ার স্বচ্ছ, তার ক্লিন ইমেজ এলাকায় জনপ্রিয়তা বাড়িয়েছে। তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হবেন—এটাই জনগণের প্রত্যাশা।”
জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা তার বক্তব্যে বলেন,“আজকের এই বিশাল শোডাউনে প্রমাণ করে ভোটাররা দাড়িপাল্লা প্রতীকের পক্ষেই সিদ্ধান্ত নিয়েছেন। অপ্রচারে কান না দিয়ে নাজমুল হককে ভোট দিন।







