জাকির হোসাইন,সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে অধিগ্রহনকৃত ভুমির উপর থাকা অবকাঠামো ও গাছ পালার ক্ষতিপুরনের টাকা না দিয়ে উচ্ছেদ অভিযান চালনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রসাশকের নিকট স্বারক লিপি দিয়েছে হাটিকুমরুলের ক্ষতিগ্রস্থ ভুমি ও অবকাঠামোর মালিকেরা।
বুধবার বেলা ১২টার সময় গোলকপুর গ্রামের মাসুদ রানা শান্তর নেতৃত্বে এলাকাবাসী এই স্বারক লিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে ভুমি মালিকদের স্বারক লিপি গ্রহন করেন সহকারী কমিশনার (এনডিসি) মোঃ রিদওয়ান আহম্মেদ রাফি।
অবকাঠামো ও বৃক্ষাদীর ক্ষতি পূরনের টাকা প্রদান করে অবকাঠামো ও বৃক্ষাদী কর্তন করা হউক। অন্যথায় আমাদের অপূরনীয় ক্ষতির কারন হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ভুমি মালিকগন।