জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় আন্তঃ শ্রেণীর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনটি দলের প্রত্যেককে অপর অপর শ্রেণীর খেলোয়াড়দের সাথে খেলায় অংশগ্রহণ করতে হয়।
প্রথম দিন ১৮ অক্টোবর, ২০২২ চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণী খেলার অংশগ্রহণ করে। এ খেলায় প্রথম রাউন্ডেই পঞ্চম শ্রেণীর জয় লাভ করে। ১৯ অক্টোবর ২০২২ তৃতীয় ও চতুর্থ শ্রেণি খেলায় অংশগ্রহণ করে এবং তৃতীয় শ্রেণীর জয়লাভ করে। ২১ অক্টোবর ২০২২ তৃতীয় শ্রেণীর ও পঞ্চম শ্রেণী তৃতীয় রাউন্ডের খেলায় অংশগ্রহণ করে।
এ খেলায় তৃতীয় শ্রেণীর জয়লাভ করে এবং আন্ত শ্রেণী ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তৃতীয় তৃতীয় শ্রেণীর ছাত্র মাহিম শাহরিয়ার অন্ত এবং তামিম চারটি গোল করে। মাহেম শাহরিয়ার অন্তর এবং তামিমের দুর্দান্ত খেলায় এবং গোল করার কারণে তৃতীয় শ্রেণি চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য যে, তিন দিনই খেলাটি পরিচালনা করে নবম শ্রেণীর ছাত্র সিজান এবং উজ্জ্বল।
খেলা শেষে চ্যাম্পিয়ন তৃতীয় শ্রেণীর হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মো. শহীদুল আলম। প্রধান শিক্ষক পুরস্কার বিতরণের পূর্ব মুহূর্তে বলেন, খেলাধুলা প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর শরীর এবং মনকে প্রফুল্ল রাখে। খারাপ কাজ থেকে বিরত রাখে এবং লেখাপড়ার প্রতি মনোযোগী করে তোলে। তিনি আরো বলেন, প্রতিটি শ্রেণীর সকল শিক্ষার্থীকে প্রতিটি দিন নিয়মিত খেলাধুলা করা উচিত। আজকের শিশু আগামী দিনের তরুণ এবং ভবিষ্যৎ। তাই লেখাপড়া এবং খেলাধুলার মাধ্যমে আমাদের জাতিকে উন্নত জাতিতে পরিণত করতে হবে। খেলার মাধ্যমে একটি দেশ বা জাতিকে বিশ্বের কাছে তুলে ধরা যায়।