এ জেড সুজন মাহমুদ,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কের পঞ্চম বছরে পদার্পন উপলক্ষে নতুন করে ‘ড্রীম ফরেস্ট’ সংযোজন করা হয়েছে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টার সময় ড্রিম ফরেস্টের উদ্বোধন করেন পার্কটির ব্যবস্থাপনা পরিচালক নুরীয়া পারভীন।পার্ক কতৃপক্ষ জানায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি পার্কের যাত্রা শুরু হয়। প্রায় ৪০ একর জমির ওপরে প্রতিষ্ঠিত সবুজেঘেরাটিতে নিত্যনতুন মনোরম রাইড ও স্থাপনা যুক্ত হয়ে পার্কটিকে আরো আকর্ষণীয় করে তুলছে।
এবিষয়ে পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীন বলেন,বাংলাদেশের সব থেকে উষ্ণভূমি, বূষ্টিপাত কম এই এলাকা হয়েছে দেশের অন্যতম সৌন্দর্যের অধিকারী গ্রীনভ্যালী নামের সঙ্গে পার্কটির যথার্থতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর এতে এবছর নতুন ভাবে সুন্দরবনের
একটি অংশের আদলে তৈরি করা হয়েছে ড্রিম ফরেস্ট। এবং এই পার্কের লভ্যাংশের সিংহভাগ ব্যয় করে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের বিদ্যালয়, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলেছে।
এসময় উপস্থিত ছিলেন, পার্কটির পরিচালক মোঃ হাসিবুল ইসলাম, শামসুজ্জোহা, ফজলুর রহমান জয়নাল, আনজুমান আরা পাপরী প্রমূখ।